বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চিকিৎসকের বিচার দাবিতে তিন কিমি মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

চিকিৎসকের বিচার দাবিতে তিন কিমি মানববন্ধন

চক্ষু চিকিৎসক অধ্যাপক দীপক কুমার নাগের ভুল চিকিৎসায় ৩৩ শতাংশ অন্ধত্ববরণ করেছেন আরেক নারী চিকিৎসক মাহজাবিন হক। এ ঘটনায় ওই চিকিৎসকের বিচার দাবিতে ময়মনসিংহ নগরে তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। গতকাল দুপুরে নগরীর টাউন হল এলাকা থেকে পাটগুদাম ব্রিজ পর্যন্ত এ মানববন্ধন হয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. দীপক কুমার নাগ ৫ জুন মাহজাবিন হকের চোখের চিকিৎসা করেন। ওই চিকিৎসার পর মাহজাবিন ৩৩ শতাংশ অন্ধত্ববরণ করেন। পরবর্তীতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা করানোর পর অন্ধত্বের বিষয়টি জানাতে পারেন। এ ঘটনায় দীপক কুমার নাগের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর ভাই সামিউল হক সাফা। এর আগে, ১২ জুন ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মাহজাবিন হক অভিযোগ করে বলেন, অনেকটা জোর করেই দীপক নাগ নিয়ম বহির্ভূতভাবে দুই চোখে লেজার প্রয়োগ করেন।

সর্বশেষ খবর