রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাত দফা দাবিতে গণঅনশন

প্রতিদিন ডেস্ক

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গতকাল বিভিন্ন স্থানে গণঅনশন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

পটুয়াখালী : শহরের লঞ্চঘাট চত্বরে গণঅনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখা, রাজনৈতিক নেতাসহ হিন্দু ধর্মীয় একাধিক সংগঠন ও ভক্তরা। 

ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। বক্তারা দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণসহ পার্বত্য চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন দাবি জানান। 

সাতক্ষীরা : পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে গণঅনশন কর্মসূচি পালিত হয়। স্বপন কুমার শীল সভাপতিত্ব করেন।

শ্রীমঙ্গল : সার্বজনীন দুর্গাবাড়ির নাট মন্দিরে গণঅনশনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা, বৈদিক সনাতনী সেবা সংস্থা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর