ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং করা হয়েছে। মাইকিং শোনার পর এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় পাহারা দেন। পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশের টহলের সংখ্যা বাড়ায়। তবে রাতে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। জানা যায়, বুধবার রাত ১২টার দিকে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও কুলিকুণ্ডা গ্রামের বাসিন্দা মসজিদের মাইকে ‘পুলিশ বলছে ডাকাত আসতে পারে’ এমন ঘোষণা দেন। এ খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা উপজেলায় দেখা দেয় ডাকাত আতঙ্ক। নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, হবিগঞ্জ জেলার বাহুবল, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদরে বিভিন্ন ডাকাতির ঘটনা ঘটছে। এমন খবরের ভিত্তিতে নাসিরনগর উপজেলার মানুষকে সতর্ক করতে পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং কিছু কিছু এলাকার জনপ্রতিনিধিদের ফোন করে বলা হয়েছিল সতর্ক থাকতে, কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য। কিন্তু এ ঘটনাকে কেউ কেউ অতি উৎসাহী হয়ে অতিরঞ্জিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সম্প্রতি সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। সেজন্য বাড়তি নিরাপত্তা হিসেবে আমরা নাসিরনগরের লোকজনকে সতর্ক থাকতে বলেছি।