শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

খ্রিস্ট ধর্মাবলম্বীদের ফাতেমা রানির তীর্থোৎসব

শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

খ্রিস্ট ধর্মাবলম্বীদের ফাতেমা রানির তীর্থোৎসব

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে ‘মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ফাতেমা রানি মা মারিয়া’ এ মূলসুরে ২৪তম তীর্থোৎসব গতকাল শুরু হয়েছে। আজ দুপুর পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবকে ঘিরে বৃহত্তর ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের খ্রিস্টান মধাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। পাহাড়জুড়ে রোম্যান ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তীর্থোৎসবের সমন্বয়কারী রেভান্টে ফাদার তরুণ বনোয়ারী জানান, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী সাধু লিওর খ্রিস্টধর্ম পল্লীতে ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে তীর্থ স্থানটি সাজানো হয়। প্রতিবছর হাজার হাজার খ্রিস্টভক্ত এখানে সমবেত হয়ে ভিন্ন ভিন্ন মূলসুরের ওপর বার্ষিক তীর্থোৎসব পালন করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যে উপাসনা করার জন্য এখানে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট উঁচু মা মারিয়ার ভাস্কর্য। এ ভাস্কর্য স্থাপনের পর থেকে প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার তীর্থোৎসব পালিত হয়ে আসছে। অতিমারি করোনাভাইরাসের কারণে দুই বছর সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হলেও এ বছর জমকালোভাবে ২৪তম বার্ষিক তীর্থোৎসব পালিত হচ্ছে।

সর্বশেষ খবর