শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

১০ সোনার বারসহ দুই ভাই আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ মিলন হোসেন ও হিরন হোসেন নামে দুই ভাইকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে গতকাল সকালে তাদের আটক করা হয়। তারা প্যান্টের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিল সোনার বারগুলো। আটক মিলন ও হিরন চুয়াডাঙ্গার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সোনার চালান ভারতে পাচার হচ্ছে এমন খবরে বেনাপোল কাস্টমস হাউজের সামনে বাঁশকল এলাকায় অভিযান চালানো হয়।  জব্দ সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮ লাখ বলে জানায় বিজিবি। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ খবর