শিরোনাম
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মুক্ত হলো খামারে আটকা বাঘডাশা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের চিকুটিয়া গ্রামের মুরগির খামারে ধরা পড়ে একটি বাঘডাশা। বাঘডাশাটি গতকাল স্থানীয় যুবকরা বিক্রির চেষ্টা করেন। খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বাঘডাশাটি জব্দ করে। বিকালে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। চিকুটিয়া গ্রামের বাসিন্দা বশির আহমেদ জানান, তার মুরগির খামারে প্রায়ই হামলা করে বাঘডাশা। পাহারা বসিয়ে সেটিকে আটক করি। স্থানীয় যুবকরা বাঘডাশাটি নিয়ে যায়। ইউএনও শুভাশিস ঘোষ বলেন, একটি বাঘডাশা ধরা পড়েছে শুনে গ্রামপুলিশ পাঠিয়ে উপজেলায় নিয়ে আসি। নিয়ম মেনে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বাঘডাশাটি রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়।

সর্বশেষ খবর