শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অর্ধশত পাখি পেল নতুন জীবন

নাটোর প্রতিনিধি

অর্ধশত পাখি পেল নতুন জীবন

শিকারির ফাঁদে ধরা পড়া অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ জব্দ এবং শুকবর আলী ও ফারুক হোসেন নামে দুই পাখি শিকারির মুচলেকা নেওয়া হয়েছে। সিংড়ার চলনবিলের ডহবাড়ি ও বড়িয়া এলাকায় গতকাল ভোরে অভিযান চালিয়ে ফাঁদে আটকা পড়া বক, হুটটিটি, ডাহুক, শালিকসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত পাখি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবমুক্ত করা হয় পাখিগুলো। এ সময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বলেন, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে পাখির কোলাহল বেড়ে যায়। এই সুযোগে শিকারিরা বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকারে মেতে উঠে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের ডহবাড়ি ও বড়িয়া বিলে অভিযান চালনো হয়।

 তিনি বলেন, চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে তাদের সংগঠনের সদস্যরা দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। বিল এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পেশাদার পাখি শিকারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন।

সর্বশেষ খবর