শিকারির ফাঁদে ধরা পড়া অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ জব্দ এবং শুকবর আলী ও ফারুক হোসেন নামে দুই পাখি শিকারির মুচলেকা নেওয়া হয়েছে। সিংড়ার চলনবিলের ডহবাড়ি ও বড়িয়া এলাকায় গতকাল ভোরে অভিযান চালিয়ে ফাঁদে আটকা পড়া বক, হুটটিটি, ডাহুক, শালিকসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত পাখি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবমুক্ত করা হয় পাখিগুলো। এ সময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বলেন, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে পাখির কোলাহল বেড়ে যায়। এই সুযোগে শিকারিরা বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকারে মেতে উঠে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের ডহবাড়ি ও বড়িয়া বিলে অভিযান চালনো হয়।
তিনি বলেন, চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে তাদের সংগঠনের সদস্যরা দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। বিল এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পেশাদার পাখি শিকারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন।