শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতাসহ পাঁচজন কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় চাঁদা দাবিতে ভবন ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিরাজগঞ্জের সলঙ্গা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী গতকাল দুপুরে এ আদেশ দেন। আসামিরা হলেন- সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদ, থানা আওয়ামী লীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ছানোয়ার,  থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন, লোড-আনলোড সমিতির সভাপতি কুঠিপাড়া গ্রামের তোজাম্মেল হক, ভেকু মেশিনের চালক নুরুল ইসলামের ছেলে সুজন। মামলা সূত্রে জানা যায়, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের মেয়ে জাকিয়া সুলতানা সলঙ্গা বাজারে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বহুতল ভবন নির্মাণ করছিলেন। থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ১৪ মে আসামিরা নির্মাণাধীন ভবন ভেকু মেশিন দিয়ে ভাঙচুর করে।

সর্বশেষ খবর