সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূ হাছিনা হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড  দেওয়া হয়। গতকাল দুপুরে  জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন। দন্ড প্রাপ্তরা হলেন, দুলাল হোসেন ও আওলাদ হোসেন। মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০০৮ সালের ২ অক্টোবর দুপুরে কোরবান আলীর বড় ছেলে কোব্বাত ও ছোট ছেলে মুমিনের স্ত্রী হাছিনাকে মারপিট করে আসামিরা। পরে সে রাতে গৃহবধূ হাছিনা রাতের খাওয়া শেষে তার ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। সেই রাতে আসামিরা হাছিনার শয়নকক্ষে ঢুকে তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।

সর্বশেষ খবর