অপারেশন থিয়েটারে (ওটি) কর্তব্যরত সেবিকাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন ১০ নার্স। অভিযুক্তরা হলেন ডা. মোখলেসুর রহমান ও আসজাদুর রহমান শোভন। গত মঙ্গলবার হাসপাতালের সহকারী পরিচালক বরাবর এই অভিযোগ দেওয়া হয়। এ বিষয়ে মোখলেসুর রহমান বলেন, ওটিতে নার্সদের সঙ্গে অনেক সময় কথা কাটাকাটি হয়। তবে লিখিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, আলোচনাসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।