শিরোনাম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বন্ধ হওয়া ট্রেন চালুর দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হওয়া আন্তনগর ট্রেন পদ্মা ও ধূমকেতুর সংযোগ হিসেবে কমিউটার ট্রেনসহ পাঁচ জোড়া ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতৃবৃন্দ। এ ছাড়া বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং রেলস্টেশনের উন্নয়নের দাবি জানানো হয়েছে। গতকাল সকালে জাসদ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার আয়োজনে এ দাবি করা হয়। রেলস্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সহসভাপতি আবদুল হামিদ রুনু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক আবু হেনা বাবলু, জাসদ নেতা হেলাল উদ্দিন, কর্নেল তাহের সংসদের জেলা সভাপতি নিয়ামুল হক, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল মজিদ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর