রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিএনপি ও ছাত্রদলের ১২ নেতা-কর্মী গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের আরও পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা। এর আগে, শুক্রবার ভোরে বিএনপি ও ছাত্রদলের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- গুলজার হোসেন, তারিকুল ইসলাম, আনিসুর রহমান, তাশিফ হক ওসমান ও তোফাজ্জল হোসেন। এর আগে, শুক্রবার ভোরে বিএনপি ও ছাত্রদলের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন- তৌকির আহমেদ, জাহিদ, শাহাদাত, আজগর আলী, জুয়েল মাহমুদ, ইমরান খান ও মোমেন মিয়া।

দুই দফা গ্রেফতারের পর থেকেই গ্রেফতার আতঙ্কে রয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। গ্রেফতার এড়াতে তারা বাড়িঘর ছেড়েছেন। ২৭ নভেম্বর রাতে বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল থেকে  মোটরসাইকেলে আগুন, ককটেল বিস্ফোরণ ও আহত করার অভিযোগ এনে ছাত্রলীগ কর্মী রাশিদুল প্রধান বাদী হয়ে একটি মামলা করেন। ২৮ নভেম্বর রূপগঞ্জ থানায় করা মামলায় জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ ৩৮ জনকে নামীয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার বাদী রাশেদুল প্রধান উপজেলার রূপসী প্রধান বাড়ির জালাল প্রধানের ছেলে। তিনি নিজেকে তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী দাবি করেন। ছাত্রলীগ কর্মী রাশিদুল প্রধান জানান, একটি মোটরসাইকেলে রূপসী থেকে কাঞ্চনে বোনের বাড়ি যাওয়ার পথে গাউছিয়া এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে দেখেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করছেন। এ সময় তারা বলেন, শালায় ছাত্রলীগ করে ওরে ধর। তাদের মারধরে হাত ভেঙে যায় ও মাথায় ছয়টি সেলাই লাগে। রাশেদুল যে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল সেটিও তারা আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন জানান, এটি একেবারে সাজানো ঘটনা। ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে আমাদের গ্রেফতার করতে ও ভয়ভীতি দেখাতে এসব মামলা। এসব নাটক করে আন্দোলন দমানো যাবে না।

সর্বশেষ খবর