বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মলম পার্টির তিন সদস্য গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় এক বিধবা বৃদ্ধা মহিলার চোখে মলম লাগিয়ে টাকা ছিনতাইয়ের পর তাকে সড়কের পাশে ফেলে রাখার ঘটনায় মলম পার্টির মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার বিকালে মোংলা পোর্ট পৌরসভার পাওয়ার হাউস পেট্রোল পাম্পের পাশে এ ঘটনার পর র‌্যাব-৬ এর সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে মলম পার্টির কামরুল ইসলাম শেখসহ (৩৫), তার সহযোগী আবদুস সালাম শেখ (৪৮) ও দেলোয়ার হোসেন  শেখকে (৪৫) গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার হয়েছে বিধবা বৃদ্ধার ছিনতাই হওয়া টাকা। এ সময় ভ্যানচালক মলম পার্টির কামরুল ইসলাম শেখ ও তার দুই সহযোগী আবদুস সালাম শেখ ও দেলোয়ার হোসেন শেখ ওই বৃদ্ধার চোখে মলম লাগিয়ে ৬ হাজার টাকা ছিনতাইয়ের পর তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনা জানতে পেরে র‌্যাব-৬ এর সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখসহ তার দুই সহযোগী আবদুস সালাম শেখ ও দেলোয়ার হোসেন শেখকে মোংলা থেকে গ্রেফতার করে। এ সময় র‌্যাব সদস্যরা মলম পার্টির এই তিন সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ হাজার টাকাও উদ্ধার করে।

মলম পার্টির মূলহোতাসহ গ্রেফতার হওয়া তিনজনের বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে ভ্যানচালক ও যাত্রী সেজে অন্যসব যাত্রীর চোখে মলম লাগিয়ে টাকা ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃতদের রাতে মোংলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সর্বশেষ খবর