বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মামলা হয়নি ককটেল বিস্ফোরণের ঘটনায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মামলা হয়নি ককটেল বিস্ফোরণের ঘটনায়

চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক লীগের কাউন্সিল চলাকালে চেয়ার ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পৌর কাউন্সিলরকে মারধর ও জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এখনো থানায় মামলা করেনি কোনো পক্ষ। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান। জানা গেছে, গত সোমবার সকালে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিল চলাকালে মঞ্চে বসাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই পক্ষের সংঘর্ষ বাধে এবং চারটি ককটেলে বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাউন্সিল স্থগিত ঘোষণা করে পুলিশ প্রহরায় সার্কিট হাউসে চলে যান। এ ঘটনায় সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে পুলিশ বিস্তারিত ঘটনা উল্লেখ করে থানায় জিডি করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরে বিকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমানকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কিট হাউসে ডাকলে বিকাল ৪টার দিকে তাকে সার্কিট হাউস গেটে একপক্ষ মারধর করে। এতে তিনি আর সার্কিট হাউসে প্রবেশ না করে ফিরে যান। এদিকে সন্ধ্যার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে জেলা কৃষক লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আবদুস সামাদ, সহসভাপতি মুশফিকুর রহমান টিটু, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন এবং যুগ্ম সম্পাদক হিসেবে মেশবাহুল হক টুটুলের নাম ঘোষণা করা হয়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন গণমাধ্যমকর্মীদের জানান, জামায়াত-বিএনপি থেকে যারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে তারাই কাউন্সিলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কারণ তারা আওয়ামী লীগ করে বলে প্রচার করে বেড়ালেও তারা আওয়ামী লীগের ক্ষতি চায়, তারা আওয়ামী লীগের কেউ নয়। অন্যদিকে রাত ১১টার দিকে জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক আবদুল ওদুদের হুজরাপুর ঝিলিম রোডের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বেসিক ব্যাংকের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক আবদুল ওদুদ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। এদিকে সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

সর্বশেষ খবর