শিরোনাম
বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

খানসামায় আগাম রসুন চাষ

দিনাজপুর প্রতিনিধি

অধিক লাভের আশায় সাদা সোনা খ্যাত রসুনের আগাম চাষে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খানসামার কৃষক-কৃষানি। অন্য ফসলের তুলনায় রসুন চাষে লাভ বেশি পাওয়া যায়। আবার বাজারে দামও ভালো থাকায় আগ্রহ বেড়েছে চাষিদের। সেচ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার রসুনের ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। খানসামা উপজেলার ভাবকী, মাড়গাঁও, কায়েমপুর, জোয়ার, জুগীরঘোপা, আগ্রা, গুলিয়ারা, কাচিনীয়া, রামনগর ও গোয়ালডিহি গ্রামে ঘুরে দেখা যায, কেউ কেউ রসুন বীজ রোপণ করছেন। কেউ রসুন রোপণের জন্য তৈরি করছেন জমি। পাড়ায় পাড়ায় জটলা বেঁধে রসুনের বীজ প্রস্তুত করছেন বাড়ির শিশুসহ মহিলারা। খানসামা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ১৫০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৭৮০ হেক্টর জমিতে আগাম রসুন লাগানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আরও ২ হাজার হেক্টর জমিতে আগাম রসুন লাগানো হবে। কয়েকজন কৃষক জানান, লাভের আশায় অনেকে জমি বর্গা নিয়ে রসুন চাষ করেছেন। দুই বছর আগে যেখানে রসুন প্রতি মণের দাম ৩-৪ হাজার টাকা ছিল সেখানে গত বছর সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। খানসামা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় জানান, উপজেলার কৃষকদের কাছে রসুন অন্যতম প্রধান অর্থকরী ফসল হয়ে উঠেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর