বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি

দিনাজপুর প্রতিনিধি

‘প্রতিবাদী হও, ঝলসানো দিন আসবে ভোরের সূর্য তোমার হাতের মুঠোয় হাসবে’- এই সেøাগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দিনাজপুর জেলা শাখা। গতকাল দিনাজপুর সরকারি কলেজের সামনের সড়কে ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণের দাম কমাও, শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে ঘোষণা দেওয়া হয় ৭ ডিসেম্বর (আজ) হতে দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখে সাত দিন ধরে উপরোক্ত দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি দিনাজপুরের ছাত্র মৈত্রী সদস্যরা পালন করবেন। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো. শফিকুল ইসলাম সিকদার। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সম্পাদকমন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, আরও বক্তব্য রাখেন ছাত্র মৈত্রী দিনাজপুর শাখার সভাপতি বিপ্লব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মো. আসতারুল আলম প্রমুখ।  মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনে, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ ছাত্র মৈত্রী এ দেশের ছাত্র সমাজের কাছে প্রতিষ্ঠিত সংগঠন। আমাদের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, একমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা। যা আজও বাস্তবায়িত হয়নি। শিক্ষার মৌলিক অধিকারটুকু নিশ্চিত করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর