বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্যাস বিস্ফোরণে স্ত্রীর মৃত্যু স্বামী ও দুই সন্তান দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে এক বাসায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে গোদনাইলের উত্তর ধনকুন্ডা এলাকার নাজমুল মিয়ার বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে গৃহবধূ আফরোজা আক্তার (৩৮) সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দগ্ধ অন্যরা হলেন আফরোজার স্বামী জসিম (৪৫), মেয়ে জয়া আক্তার (১৩) ও ছেলে জুনায়েদ (৭)। এদের মধ্যে জসিম ও তার এক সন্তানের অবস্থা গুরুতর। আরেক সন্তান কম দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, সোমবার ভোর ৫টার দিকে আফরোজা রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর জন্য ম্যাচের কাঠি ধরাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরের দরজা-জানালা ভেঙে যায়। দগ্ধ হন গৃহকর্তা জসিম তার স্ত্রী আফরোজা, মেয়ে জয়া ও ছেলে জুনায়েদ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি রাতে রান্নাঘরের গ্যাসের চুলার চাবি খোলা ছিল। সারারাত গ্যাস বের হয়ে জমাট বেঁধে থাকে। ভোরে চুলা জ্বালানোর জন্য আগুন ধরালেই বিস্ফোরণ হয়।

সর্বশেষ খবর