বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্কুলে ভর্তির লটারিতে এক শিক্ষার্থীর নাম তিনবার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারিতে এক শিক্ষার্থীর নাম উঠেছে তিনবার। এ ছাড়া আরও দুইবার করে দুই শিক্ষার্থীর নাম ওঠায় অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তালিকায় একাধিকবার নাম থাকা শিক্ষার্থীদের প্রতি আবেদনে জন্ম নিবন্ধন আলাদা দেখা গেছে। গত সোমবার অনুষ্ঠিত লটারির ভর্তি তালিকা প্রকাশ হতেই এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শোয়েব চৌধুরী নামে এক শিক্ষার্থীর নাম তিনবার রয়েছে। শিশুটির বাবার নাম স্বপন চৌধুরী। শোয়েবের তিনটি আবেদনের বিপরীতে আলাদা জন্ম নিবন্ধন নম্বর দেওয়া আছে। এ ছাড়াও ফাহমিন সৈয়দ বর্ণ ও আফরোজা আক্তার নামে ওই দুই শিক্ষার্থীর নামও তালিকায় দুইবার এসেছে। মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, শিক্ষার্থীরা ভর্তির আবেদন অনলাইনে করেছে। লটারি হয়েছে কেন্দ্রীয়ভাবে। আমাদের হাতে এর নিয়ন্ত্রণ নেই।

সর্বশেষ খবর