মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে শিক্ষার্থী আছে, ভবন আছে, নেই শিক্ষা কার্যক্রম। এতে করে অনিয়শ্চয়তা দেখা দিয়েছে শিক্ষার্থীদের। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি এই প্রতিষ্ঠানটির তিনটি বিভাগে প্রায় শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। জনবল সংকটে ভর্তির ৬ মাসেও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু করা যায়নি। এতে বিপাকে পড়েছেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী মৌজায় আট তলাবিশিষ্ট ভবন নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ইনস্টিটিউট অব হেলথ টেনকোলোজির এই ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের আড়াই বছর পেরোলেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠানটির দামি দামি আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। এদিকে লোকসমাগম না থাকায় ভবনটির ভিতরে বাড়ছে মাদকসেবী আর বখাটের আড্ডা। অফিসের কার্যক্রম তেমন না থাকায়, ভবনেও কেউ থাকেন না। অথচ ৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সংযোগ। এটি পুরোপুরি চালু হলে চার বছর মেয়াদি কোর্সে প্যাথোলজিস্ট, মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপি, স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন শাখায় প্রতিবছর সাড়ে ৩০০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এতে কর্মসংস্থান বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে, আগামী জানুয়ারিতে ক্লাস চালুর লক্ষ্যে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিনজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হলেও অফিস করেন না কেউ। গত ১৬ জুন মাদারীপুর আইএইচটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়। ফার্মাসি, রেডিওথেরাপি ও ল্যাবরেটরি বিভাগে মোট ৮৯ জন শিক্ষার্থী। অন্যান্য আইএইচটিতে গত সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে গেলেও মাদারীপুর আইএইচটিতে ক্লাস কবে নাগাদ শুরু হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল ভবনের ৬টি গ্লাস ভাঙা। এছাড়াও একাডেমিক ভবনের ভিতরের বড় একটি গ্লাসও ভেঙে রয়েছে। ভবনের কয়েকটি অংশের রঙ উঠে গিয়ে বিবর্ণ হয়ে গেছে। এছাড়াও ভবনের মধ্যে থাকা দামি দামি যন্ত্রপাতি, চেয়ার-টেবিলগুলোতে ধুলো জমে ময়লা হয়ে আছে। ভবনের সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা গেছে অসংখ্য সিগারেটের টুকরো। এছাড়া প্রতিষ্ঠানে ভিতরে ঘোরাঘুরি করতে দেখা গেছে বহিরাগতদের। প্রতিষ্ঠানটির ল্যাবরেটরি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী তৃষ্ণা ম ল বলেন, ৬ মাস হয়ে গেল আমি এখানে ভর্তি হয়েছি। এখন অবধি কোনো ক্লাস শুরু হয়নি। শুনেছি জানুয়ারিতে নাকি ক্লাস শুরু হওয়ার কথা আছে। দ্রুত আমাদের ক্লাস শুরু করা না হলে আমরা পড়াশোনায় পিছিয়ে পড়ব। কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্লাস শুরু করার জোর দাবি জানাই। জয়া কু ু নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের একই ব্যাচের অন্য জেলার আইএইচটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আমাদের ক্লাস শুরু করার কোনো উদ্যোগই দেখছি না। এখন তো চিন্তায় পড়ে গেলাম। যদি দ্রুত ক্লাস শুরু না করা হয়, আমাদের পড়াশোনার বিরাট ক্ষতি হয়ে যাবে।
শিরোনাম
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
শিক্ষার্থী ও ভবন আছে নেই শিক্ষা কার্যক্রম
মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম