মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে শিক্ষার্থী আছে, ভবন আছে, নেই শিক্ষা কার্যক্রম। এতে করে অনিয়শ্চয়তা দেখা দিয়েছে শিক্ষার্থীদের। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি এই প্রতিষ্ঠানটির তিনটি বিভাগে প্রায় শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। জনবল সংকটে ভর্তির ৬ মাসেও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু করা যায়নি। এতে বিপাকে পড়েছেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী মৌজায় আট তলাবিশিষ্ট ভবন নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ইনস্টিটিউট অব হেলথ টেনকোলোজির এই ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের আড়াই বছর পেরোলেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠানটির দামি দামি আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। এদিকে লোকসমাগম না থাকায় ভবনটির ভিতরে বাড়ছে মাদকসেবী আর বখাটের আড্ডা। অফিসের কার্যক্রম তেমন না থাকায়, ভবনেও কেউ থাকেন না। অথচ ৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সংযোগ। এটি পুরোপুরি চালু হলে চার বছর মেয়াদি কোর্সে প্যাথোলজিস্ট, মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপি, স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন শাখায় প্রতিবছর সাড়ে ৩০০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এতে কর্মসংস্থান বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে, আগামী জানুয়ারিতে ক্লাস চালুর লক্ষ্যে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিনজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হলেও অফিস করেন না কেউ। গত ১৬ জুন মাদারীপুর আইএইচটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়। ফার্মাসি, রেডিওথেরাপি ও ল্যাবরেটরি বিভাগে মোট ৮৯ জন শিক্ষার্থী। অন্যান্য আইএইচটিতে গত সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে গেলেও মাদারীপুর আইএইচটিতে ক্লাস কবে নাগাদ শুরু হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল ভবনের ৬টি গ্লাস ভাঙা। এছাড়াও একাডেমিক ভবনের ভিতরের বড় একটি গ্লাসও ভেঙে রয়েছে। ভবনের কয়েকটি অংশের রঙ উঠে গিয়ে বিবর্ণ হয়ে গেছে। এছাড়াও ভবনের মধ্যে থাকা দামি দামি যন্ত্রপাতি, চেয়ার-টেবিলগুলোতে ধুলো জমে ময়লা হয়ে আছে। ভবনের সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা গেছে অসংখ্য সিগারেটের টুকরো। এছাড়া প্রতিষ্ঠানে ভিতরে ঘোরাঘুরি করতে দেখা গেছে বহিরাগতদের। প্রতিষ্ঠানটির ল্যাবরেটরি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী তৃষ্ণা ম ল বলেন, ৬ মাস হয়ে গেল আমি এখানে ভর্তি হয়েছি। এখন অবধি কোনো ক্লাস শুরু হয়নি। শুনেছি জানুয়ারিতে নাকি ক্লাস শুরু হওয়ার কথা আছে। দ্রুত আমাদের ক্লাস শুরু করা না হলে আমরা পড়াশোনায় পিছিয়ে পড়ব। কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্লাস শুরু করার জোর দাবি জানাই। জয়া কু ু নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের একই ব্যাচের অন্য জেলার আইএইচটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আমাদের ক্লাস শুরু করার কোনো উদ্যোগই দেখছি না। এখন তো চিন্তায় পড়ে গেলাম। যদি দ্রুত ক্লাস শুরু না করা হয়, আমাদের পড়াশোনার বিরাট ক্ষতি হয়ে যাবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শিক্ষার্থী ও ভবন আছে নেই শিক্ষা কার্যক্রম
মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর