শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কুয়াকাটায় পর্যটকের ভিড়

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি

কুয়াকাটায় পর্যটকের ভিড়

হোটেলে করা হয়েছে আলোকসজ্জা

ইংরেজি ২০২২ সালের শেষ সূর্যাস্ত দেখতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটক। পুরনো বছরের গ্লানি মুছে শেষ সূর্যকে বিদায় জানিয়ে নতুন বছরের সূর্যকে স্বাগত জানাতে এখন হাজারো পর্যটকের আনাগোনা কুয়াকাটায়। পর্যটকরা হোটেল-মোটেলগুলোতে ইতোমধ্যে অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন নেতারা জানান, থার্টিফার্স্ট নাইট ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ইতোমধ্যে ভালো হোটেলগুলো প্রায় পুরোপুরি বুকিং হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ৬০-৭০ শতাংশ বুকিং হয়েছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুয়াকাটা গেস্ট হাউসের স্বত্বাধিকারী আবদুল মোতালেব শরীফ বলেন, বড়দিনের ছুটির পর থেকে থার্টিফার্স্ট পর্যন্ত আমাদের সব রুম পরিপূর্ণ রয়েছে। আমরা আলোকসজ্জা, ইনডোরে কনসার্ট, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন রেখেছি। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, ডিসেম্বর মাসে পর্যটকের চাপ রয়েছে। তাই আমাদের সদস্যরা সার্বক্ষণিকভাবে পুরো কুয়াকাটায় নজরদারি করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর