শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাড়া কক্ষে শিক্ষা কার্যক্রম

রাঙামাটি প্রতিনিধি

শিক্ষক ও শিক্ষার্থী আছে। নেই শুধু নিজস্ব ক্যাম্পাস। কক্ষ ভাড়া নিয়ে চলে শিক্ষা কার্যক্রম। পরীক্ষার সময় এলাকা ছেড়ে যেতে হয় শহরে। শিক্ষার্থীদের বসতে হয় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে। রাঙামাটি জুরাছড়ি উপজেলার একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান শলক কলেজের এ অবস্থা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালে স্থানীয়দের উদ্যোগে জুরাছড়ির বনযোগী ছড়া উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় তলার কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে শলক কলেজ প্রতিষ্ঠা করা হয়। এরপর ২০১৮ সালে শিক্ষক নিয়োগের পাশাপাশি শুরু হয় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। প্রায় ১২ জন শিক্ষকের সমন্বয়ে এ প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থী আছে ৬৭ জন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠানটি আশীর্বাদ হলেও রয়েছে নানা জঠিলতা। জাতীয়করণ না হওয়ায় শিক্ষকদের বেতন-ভাতা ও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে দেখে দিয়েছে নানা সমস্যা। জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শলক কলেজ কমিটির সভাপতি সুরেশ কুমার চাকমা বলেন, আমরা চাই পাহাড়ের সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা ঘরে বসে উচ্চ শিক্ষার সুযোগ পাক। তাই এ শিক্ষাপ্রতিষ্ঠানটি চালু করা।

সর্বশেষ খবর