শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাঙচুরসহ দুই মামলায় আসামি ৫ শতাধিক

পৌরসভা ও ইউপি নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল পৌরসভা ও রাজারামপুর ইউপি নির্বাচনে দুটি ভোট কেন্দ্রের ফল ঘোষণা নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত ও গতকাল সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় ৫ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিরল পৌরসভার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেন প্রিসাইডিং কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী আবদুল লতিফ। এ মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে কানাইবাড়ি উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর সালেহীন আহমেদ।

সর্বশেষ খবর