শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কৃষিজমিতে পুকুর খনন ছয়জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে আবাদি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে ছয়জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এস্কেভেটর ঠিকারদারদের উপজেলা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার চক ও ভদ্রদীঘি এলাকায় যৌথ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।

নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিস সূত্র জানিয়েছে, ভাটরা ইউনিয়নের বেলঘরিয়া-ভরতেঁতুলিয়া রাস্তার পাশে আবাদি জমিতে পুকুর খননের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া আবাদি জমিতে পুকুর খনন বা সংস্কার করা যাবে না।

সর্বশেষ খবর