নেত্রকোনা শহরের মগড়া নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের শহররক্ষা ধসে যাওয়া বাঁধ নির্মাণে নেই দ্রুত উদ্যোগ। ফলে সাতপাই কালিবাড়ি পুরো সড়ক চলে যাচ্ছে মগড়া নদীগর্ভে। ঝুঁকিতে পড়েছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফুটপাত সড়কসহ সাতপাইবাসী। সড়কে চলাচলকারী সব যানবাহনও চলছে ঝুঁকি নিয়ে। এলাকাবাসীর দাবি, বর্ষার আগেই ব্লক দিয়ে স্থায়ীভাবে দ্রুত মেরামতের। জানা গেছে, ২০২২ সালে দফায় দফায় বন্যার ফলে অল্প অল্প করে ভেঙে পড়ে নেত্রকোনা শহরের সাতপাই শহর রক্ষা বাঁধ এবং পৌরশহরের ফুটপাত। পরে পৌরসভার দায়িত্বে বাঁশ এবং বালুর বস্তা দিয়ে মেরামত করে রাখা হয় কিছুদিন। এরপর ভাঙনের তীব্রতায় তিন দিনে প্রায় ১০০ মিটার বাঁধাই করা ব্লক ধসে নদীতে চলে গেছে। এতে সড়কের পাশে তৈরি করা ফুটপাতের পিলারও ভেঙে পড়েছে। ঝুঁকিতে পড়েছে সাতপাই এলাকার বাসিন্দাসহ পথচারী ও যান চলাচল। খবর পেয়ে পৌর কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করে বাঁশ দিয়ে টানা দিয়ে রেলিং বাঁচাতে চেষ্টা করে। দ্রুত পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে ধস ফেরানোর চেষ্টা করে। এরপর থেকে ধীরে ধীরে দেবে যাচ্ছে। এদিকে পুনরায় বর্ষা চলে আসলে পুরো এলাকা নদীগর্ভে চলে যাবার আশঙ্কা করছেন স্থানীয় এবং পথচারীরা। স্থানীয়রা বলছেন, এ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে আন্তজেলা বাস টার্মিনাল থেকে বহু মানুষ বারহাট্টা মোহনগঞ্জ ও কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় চলাচল করেন। দ্রুত বাঁধের ব্লক দিয়ে স্থায় মেরামত করে সড়কটি অক্ষত রাখার দাবি জানান তারা। পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম জানান, ১৯৭৮ সালে পানি উন্নয়ন বোর্ডের তৈরি করা শহর রক্ষা বাঁধের দীর্ঘ এত বছরেও আর কোনো রক্ষণাবেক্ষণ না করায় ব্লকগুলো মাটিতে পরিণত হয়ে ধসে গেছে। এখন জেলা প্রশাসনসহ আমরা চেষ্টা করছি বাঁধ রক্ষার। কিন্তু যে বরাদ্দ এসেছে তা দিয়ে কিছুই হবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান, ভাঙন ফেরাতে দ্রুত ১৭ লাখ টাকা ব্যয়ে মেরামত করে সড়টি টিকিয়ে রাখা হয়েছে।
শিরোনাম
- এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার ত্রুটি, এবার জয়পুরে জরুরি অবতরণ
- সোশ্যাল মিডিয়ায় পাতা ‘লাভের ফাঁদে’ ২.১৫ কোটি রুপি গায়েব ব্যবসায়ীর
- বাছাইকৃত সংবাদ
- মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!
- ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
হুমকিতে মগড়া নদীর শহররক্ষা বাঁধ
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর