শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ, নেত্রকোনা ও ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও চারজনের। প্রতিনিধিদের পাঠানো খবর- শেরপুর : সদর উপজেলার মির্জাপুরে গতকাল সন্ধ্যায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে রাব্বি (১০)। তাদের বাড়ি নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামে। অপরজনের পরিচয় জানা যায়নি। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গতকাল সকালে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- পপি বেগম (২৩) ও নুরুন্নাহার (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টসের ২০-২৫ জন নারী শ্রমিক একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস পাঁচ-ছয়জনকে চাপা দিয়ে চলে যায়। পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার পপিকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুন্নাহার। নেত্রকোনা : নিজ জমিতে চাষাবাদের সময় পাওয়ার টিলার উল্টে রুবেল মিয়া (৩২) নামে কৃষকের মৃত্যু হয়েছে। আটপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। রুবেল শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। ভালুকা : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত গাড়িচাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ভান্ডাব নামাপাড়ার ছনত আলীর ছেলে ও স্কয়ার মিলের শ্রমিক ছিলেন।
শিরোনাম
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
সড়কে বাবা-ছেলেসহ সাতজন নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর