মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাগেরহাটে পাউবোর বেড়িবাঁধে ফাটল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ভৈরব নদের তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ শেষ হওয়ার আগেই ফাটল ধরেছে। বাঁধ নির্মাণের জন্য স্থানীয়দের জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। চরগা গ্রামের জামাল শেখ, নূরুল ইসলাম, নাসিমা অভিযোগ করেন, ৯০ লাখ টাকা ব্যয়ে বাঁধ সংস্কার ও উঁচু করার এ কাজে বালু ব্যবহার করা হচ্ছে। ঠিকাদার বাঁধের জন্য  জোর করে স্থানীয়দের বসতভিটা ও জমি থেকে মাটি  কেটে নিচ্ছে। এমনকি বাঁধ ঘেঁষে মাটি কাটা হয়েছে। ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই অনেক স্থানে ফাটল ধরে ধসে পড়েছে। বাঁধ নির্মাণের ঠিকাদার  শেখ শহিদুল ইসলাম জানান, ২২ বছর পর এই বাঁধের সংস্কার হচ্ছে। এখানে মাটি কিনে নেওয়ার কোনো বরাদ্দ সিডিউলে নেই। গ্রামবাসীর সহযোগিতায় আমরা কাজটা করছি। বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। বাঁধে ফাটল ধরেনি, ধসেও পড়েনি। শিডিউল অনুযায়ী কিছু বালু ব্যবহার করা হচ্ছে। বাগেরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ জানান, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও বর্ষা মৌসুমে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে পানি থেকে রক্ষায় বাগেরহাট শহরের অপর পাড়ে ভৈরব নদের তীরবর্তী ভাতছালা থেকে মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটারব বঁাঁধ নির্মাণ করা হচ্ছে। বাগেরহাট পাউবো বলছে, বাঁধটি ৩ থেকে ৫ ফিট উঁচু করা হচ্ছে। আগামী মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করা কথা। দরপত্রে বলা আছে, মাটি ও লোকাল ম্যাটেরিয়াল কিছু বালু দিয়ে কাজটি করতে হবে। এর জন্য জমির মালিকদের ক্ষতিপূরণের কোনো সংস্থান  নেই। নির্মাণের সময় কাদা মাটি থাকায় বাঁধ কিছুটা দেবে যায়। তবে, ফাটল বা ধসে পড়েনি।               

সর্বশেষ খবর