লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া টাঙ্গাইল, নেত্রকোনা ও খাগড়াছড়িতে উদ্ধার করা হয়েছে শিশুসহ তিনজনের লাশ। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের পাঁচ মাসের মাথায় হারুনুর রশিদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামে শ্বশুরের ঘরের পাশের বাগান থেকে গতকাল ভোররাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। হারুন সদর উপজেলার নবীগঞ্জ বাজার এলাকার আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনের শাশুড়ি খুকি বেগম ও স্ত্রী বৈশাখীকে থানায় নেওয়া হয়েছে। টাঙ্গাইল : ধনবাড়ীতে পুকুর থেকে গতকাল সকালে হাত বাঁধা অবস্থায় জমিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জমিলা উপজেলার পাঁচনখালী দক্ষিণপাড়া গ্রামের হানিফ উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য বৃদ্ধার দুই নাতিকে আটক করেছে পুলিশ। নেত্রকোনা : পূর্বধলায় নিখোঁজের এক দিন পর বাড়ির কাছে সড়কের পাশ থেকে গতকাল ভোরে ছয় বছরের শিশু আবদুল্লাহর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ওই গ্রামের জামাল মিয়ার ছেলে। সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল সে। আবদুল্লাহর মুখ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খাগড়াছড়ি : মাটিরাঙায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সেতু উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার আবদুর রহমান জামালের মেয়ে।