কুমিল্লার দেবিদ্বারে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে করা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের মা আয়শা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে। নিহত আশিকুর রহমান (১৯) চান্দিনা উপজেলার মিজানুর রহমানের ছেলে। গ্রেফতাররা হলেন- এজাহারভুক্ত আসামি উপজেলার বাগুর শান্তিনগর এলাকার আবুল কালাম (৪৫) ও তার ছেলে রিফাত হোসেন (২২)। দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, পাঁচজনের নাম উল্লেখসহ ১৫ জনকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এজাহারভুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে দেবিদ্বারের বাগুর শান্তিনগর এলাকায় চোর সন্দেহে আশিকুর রহমানকে গণপিটুনি দেয় এলাকাবাসী।