বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক আমিরুল হক ওরফে আমরুত মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম কুদ্দুস মিয়া (৫২)। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আবুল কালাম, ধলু মিয়া, ফুকন মিয়া, সোনাফর আলী, মুকুল মিয়া ও তার ছেলে নিকুল মিয়াকে।

মামলাসূত্রে জানা যায়, জমি নিয়ে কৃষক আমিরুল হকের সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এর জেরে ২০১৫ সালের ১০ অক্টোবর রাত ২টার দিকে আমিরুল হকের বাড়িতে হামলা চালান আসামিরা। তারা আমিরুলকে পিটিয়ে ও বল্লমের আঘাতে হত্যা করে পালিয়ে যান। পরদিন নিহতের বড় ছেলে শরীফ মিয়া বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাজিতপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে বাজিতপুর থানার তৎকালীন উপপরিদর্শক জাহাঙ্গীর আলম তদন্ত করেন। পরে সিআইডিতে স্থানান্তর করা হয়। কিশোরগঞ্জ সিআইডি পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান ২০১৬ সালের ১ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর