শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ড্রেজারে সাবাড় কৃষি জমির মাটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় ফসলি জমির মাটি ও বালু তুলতে ব্যবহার হচ্ছে অবৈধ ড্রেজার মেশিন। একদিকে চলছে গভীর গর্ত তৈরি, অন্যদিকে জলাশয় কিংবা ফসলি মাঠ ভরাট করে আবাসন নির্মাণ। উপজেলার শান্তিপুর হাওড়া নদীসংলগ্ন এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রেজার দিয়ে কাটা হচ্ছে মাটি। ফলে শ্রেণি পরিবর্তন হয়ে ফসলি জমি কমছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আখাউড়ার ইউএনও অংগ্যজাই মারমা বলেন, ফসলি জমির মাটি কাটার অনুমোদন নেই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর