শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার কম্বল পেলেন ১ হাজার শীতার্ত

নওগাঁ প্রতিনিধি

বসুন্ধরার কম্বল পেলেন ১ হাজার শীতার্ত

‘ইংক্যা শীতোত অ্যাতে (রাতে) ঘুম হোছলো নারে বা। খালি ক্যাঁপোছিনু। ঘরোত গরম জেকনা (যতটুকু) কাপড় আছে ওগলা দিয়্যা শীত যাছে না। বসুন্ধরার এই কোম্বোলোত এ্যাকন উসুম পাবোহিনি।’ বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেন বৃদ্ধা শেফালী বিবি। তীব্র শীত আর হিমেল বাতাসে উত্তরের জেলা নওগাঁর মানুষ যখন নাকাল ঠিক তখন শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। গতকাল দিনব্যাপী নওগাঁ সদর, বদলগাছী, পত্নীতলা ও মান্দা উপজেলায় ১ হাজার অসহায় মানুষের মাঝে বসুন্ধরার পক্ষ থেকে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেছেন হতদরিদ্র মানুষগুলো। নওগাঁ শহরের পিটিআই স্কুলমাঠে সকাল ৮টায় কম্বল নিতে আসেন ৪০০ দরিদ্র মানুষ। এখানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিটিআইর সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান। এরপর সকাল ৯টায় পার নওগাঁ হাইস্কুল মাঠে ১০০ কম্বল বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশন নওগাঁ সভাপতি আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে ছিলেন শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ। বিকালে বদলগাছী, পত্নীতলা ও মান্দায় পৃথক আয়োজনে বিতরণ করা হয় আরও ৫০০ কম্বল। পর্যাক্রমে আত্রাই, রানীনগর, মহাদেবপুর, ধামইরহাট, সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করবে কালের কণ্ঠ শুভসংঘ।

সর্বশেষ খবর