মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। উক্ত অভিযানে জেলা ক্যাব এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গতকাল সকালে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের যায়।

সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার ১ নম্বর আদি ভাণ্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মা অপটিক্স মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা এবং দ্য ঢাকা মেডিসিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর