ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় গতকাল পিকআপের ধাক্কায় প্রাইভেট কারের এক আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়ায় এক ব্যবসায়ী ও লালমনিরহাটে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : সদরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাসেন আলী (৪২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বাদশা মিয়া নামের আরেক ব্যবসায়ী আহত হন। সোমবার সন্ধ্যায় উপজেলার মহাস্থানের নাগরকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা মহাস্থানের নাগরকান্দী এলাকার বাসিন্দা।
লালমনিরহাট : হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী লতিফুল ইসলাম (৪৫)। গতকাল সকালে উপজেলার বড়খাতা-জলঢাকা মহাসড়কের নারিকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লতিফুল উপজেলার ভোটমারি গ্রামের রুহুল আমিন ছেলে। তিনি বড়লেখা গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ভাঙ্গা (ফদিরপুর) : গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার বগাইল টোল প্লাজায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় নিহত হন প্রাইভেট কার আরোহী মহিউদ্দিন আল আজাদী (৪৯)। তার বাড়ি মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেরার দামপড়া গ্রামে।