বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
চা বিক্রি করেও জিপিএ ৫

সেই সৌরভ পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর

নাটোর প্রতিনিধি

এসএসসিতে জিপিএ ৫ পাওয়া হতদরিদ্র সৌরভ কুমার শীল পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। সোমবার তার বাড়ি পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম।

অদম্য মেধাবী সৌরভকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে তার পাশে দাঁড়ান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। গত ৩ ডিসেম্বর সিংড়ার বাসায় ডেকে সৌরভের হাতে একটি ল্যাপটপ তুলে দেন তিনি। তখন প্রতিমন্ত্রী পলক সৌরভের লেখাপড়ার দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের আশ্বাস দেন। সৌরভ নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সে সিংড়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকার শ্যামল কুমার ও স্বপ্না রানীর ছেলে। ইউএনও বলেন, রাস্তায় ফ্লাক্স হাতে চা বিক্রির পাশাপশি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সৌরভ।

সর্বশেষ খবর