প্রযুক্তিগত সহায়তায় দিনাজপুরে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে উদ্যমী কৃষক। ফলে দিন বদল হচ্ছে কৃষকদের, গতি সঞ্চার হচ্ছে কৃষি অর্থনীতির। শ্রম, স্থান, সেচ খরচও কম লাগে এবং ভালো মানের চারা পেতে কৃষকরা ঝুঁকেছে ট্রেতে বীজ ধানের চারা তৈরিতে। তাই শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বিভিন্ন উপজেলায় ইরি-বোরো ধান রোপণে বেশ জনপ্রিয় হয়ে উঠে ট্রেতে বীজ ধানের চারা তৈরিতে। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে ট্রেতে বীজ ধানের চারা উৎপাদন করছেন কৃষক। পরে যান্ত্রিক পদ্ধতিতে জমিতে রোপণ করা হচ্ছে। মাঠে বোরো ধানের বীজ ও চারা রোপণের কাজ শুরু করেছে কৃষক। সুসেন চন্দ্র রায়, রফিকুল ইসলামসহ কয়েকজন কৃষক জানান, সনাতন পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে বীজতলা তৈরিতে শ্রম, স্থান, সেচ খরচও কম লাগে এবং ভালো মানের চারাও পাওয়া যায়। আবার এই ট্রে-টি সরাসরি যান্ত্রিক পদ্ধতিতে জমিতে রোপণ করা হচ্ছে। এতে ফলনও ভালো পাওয়া যায়। আধুনিক পলিনেট পদ্ধতিতে চাষ আবাদ ও ট্রেতে বীজ ধানের চারা উৎপাদন ও রোপণ, জমি পতিত ফেলে না রাখা, কম খরচে অধিক ফসল ও ফলন বৃদ্ধি, শীতজনিত কুয়াশার কারণে বোরো ধানের বীজতলার যাতে ক্ষতি না হয়, এ জন্য কৃষককে রাতের বেলা হালকা পানি ও পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা ও সকাল হলে পলিথিন খুলে বীজতলার পানি ফেলে নতুন পানি দেওয়া এবং ফসলে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে ত্বরিত পদ্ধতিতে ফসল রক্ষা করা যায় এ ধরনের নানান পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার বিরামপুরে প্রায় ৫ হাজার ট্রে তে বোরো ধানের বীজ উৎপাদন করা হয়েছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে জমিতে বোরো বীজ রোপণ করা ও অল্প খরচে অধিক ফসল উৎপাদন করে কৃষক যাতে লাভবান হয় এ বিষয়ে কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান। এভাবে জেলার বিভিন্ন উপজেলাতেও চারা উৎপাদন ও রোপণ করা হচ্ছে বলে জানান তিনি।
শিরোনাম
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আগস্ট থেকে তেলের উৎপাদন বাড়াবে ওপেক প্লাস
- রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপণ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর