হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং লোকবল নেই। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। সাধারণ কোনো পরীক্ষার জন্য রোগীসহ স্বজনদের যেতে হয় সিলেট ওসমানী মেডিকেল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থ সংকটে অনেকে এত দূরের হাসপাতালে যেতে পারছেন না। ফলে দুর্ভোগের পাশাপাশি জেলার সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। জানা যায়, ১০০ শয্যার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালটি কয়েক বছর আগে ২৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়। এ হাসপাতালে প্রতিদিন ২০০ থেকে ৩০০ রোগী প্রাথমিক সেবা নেন। প্রয়োজনীয় জনবল এবং পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় সেবাবঞ্চিত হচ্ছে গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা। এ ছাড়া দালালসহ ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য হাসপাতালটিতে বেড়েই চলেছে। দালালের ফাঁদে অনেকে সর্বস্বান্ত হচ্ছেন। জেলা সদর হাসপাতালের মতো একই অবস্থা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে ৫০ শয্যার কার্যক্রম শুরু হয় এ স্বাস্থ্য কমপ্লেক্সে। ৫০ শয্যার কার্যক্রম শুরু হলেও মূলত চলছে ৩১ শয্যার জনবল দিয়ে। এ ছাড়া কনসালট্যান্ট (সার্জারি), কনসালট্যান্ট (গাইনি) ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদেও নেই জনবল। যে কারণে এখানে হচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা। বাধ্য হয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা প্রাইভেট ক্লিনিকে যেতে হচ্ছে সাধারণ রোগীদের। একই অবস্থা হবিগঞ্জ সদর, বানিয়াচং, লাখাই, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এসব স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুগ ধরে নেই রোগ নির্ণয়ের প্রাথমিক যন্ত্র এক্স-রে মেশিন। নেই আলট্রাসনোগ্রাম, প্যাথলজিক্যাল যন্ত্রপাতিও। যেগুলোতে যন্ত্রপাতি রয়েছে সেখানে নেই লোকবল। দরিদ্র অসহায় মানুষ পাচ্ছেন না সরকারি চিকিৎসাসেবা। নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় এখনো গড়ে ওঠেনি নিজস্ব কমপ্লেক্স। এ বিষয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, এখানে এক্স-রে মেশিন থাকলেও তা বিকল পড়ে রয়েছে। কয়েকবার উদ্যোগ নিয়েও এক্স-রে মেশিনটি মেরামত করা সম্ভব হয়নি। তারপরও তিনি প্রতি মাসে এক্স-রে মেশিনের জন্য চাহিদাপত্র পাঠাচ্ছেন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. নূরুল হক বলেন, সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ইতোমধ্যেই কিছু সমস্যার সমাধান হয়েছে। আশা করছি বাকি সমস্যাগুলোর দ্রুত সামাধান হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ