চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন বাড়ছে শব্দদূষণ। মাইক ও সাউন্ডবক্সের মাধ্যমে উচ্চ স্বরে বিভিন্ন ধরনের প্রচারণা চালানোর ফলে শব্দদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। সচেতন মহল মনে করছেন শব্দদূষণ রোধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকাসহ প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মাইকের মাধ্যমে উচ্চস্বরে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এর মধ্যে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পুরনো লোহা-লক্কড়, পুরনো হাড়ি-পাতিল, পুরনো বইখাতা ক্রয় করার জন্য সকাল ৭টা থেকে পৌর এলাকার বিভিন্ন অলিগলিতে মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়। এ সময় অনেক নাগরিক তাদের এ কার্যক্রমে বিরত থাকার জন্য বললেও এতে তারা কোনো কর্ণপাত করে না। আবার অনেকেই রাস্তায় সাইকেল ও ভ্যানে করে বিভিন্ন সামগ্রী নিয়ে মাইকে প্রচারণা চালাতে দেখা যায়। এমনকি মাছ-মুরগি বিক্রয় করার জন্য সময় সময় রাতেও প্রচারণা করা হয়। এ ছাড়া কমদামে এলইডি বাল্ব বেচার প্রচারে মাইকিং চলছে নিয়মিত। এ ছাড়া মোটরসাইকেলে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় শব্দদূষণে পৌর নাগরিক অতিষ্ঠ হয়ে উঠেছে। উল্লেখ্য, ২০০৬ সালের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় উল্লেখ আছে, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ শব্দসীমা ৫৫ ডেসিবেল এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪৫ ডেসিবেল। একইভাবে নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল সর্বোচ্চ শব্দসীমা। এর ওপরে শব্দ সৃষ্টি করাকে দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বিধিমালায় আরও উল্লেখ আছে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার নির্ধারিত প্রতিষ্ঠান থেকে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে চিহ্নিত হবে। ওইসব এলাকায় গাড়ির হর্ন বাজানো বা মাইকিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন অমান্য করলে দন্ডের বিধান থাকলেও এসব নিয়মনীতি ও আইনের প্রতি বৃদ্ধাঙুলি দেখিয়ে প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকের প্রচার ও বিভিন্ন গাড়ির হাইড্রোলিক হর্ন অহরহ বেজে যাচ্ছে। এ বিষয়ে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, অতিরিক্ত শব্দদূষণ শিশুসহ সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। অতিরিক্ত শব্দে মস্তিষ্কে বিরক্তির কারণ ঘটে। এর পাশাপাশি শ্রবণশক্তিও লোপ পায় এবং মস্তিষ্কে চাপ সৃষ্টিসহ কর্মক্ষমতা কমে যায়। অন্যদিকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, শব্দদূষণ বিষয়ে কেউ অভিযোগ দিলে শব্দদূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে শব্দদূষণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম