লালমনিরহাটে বোরোর ভরা মৌসুমে সেচ লাইন সংযোগ অন্যত্র সরানোর হিড়িক পড়েছে। বোরো চাষিসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করেই বিদ্যুৎ সংযোগের স্থান পরিবর্তন করা হচ্ছে। এ কাজে সহযোগিতা করছেন কথিত লাইনম্যান। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি ঝুলন্ত তারের কারণে মৃত্যুঝুঁকি দেখা দিয়েছে। সরজমিনে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সেনপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, তৈলক্ষ্য নামের এক ব্যক্তি ১৩০ ফিটের মধ্যে সেচ বডিং দেখিয়ে পল্লীবিদ্যুৎ অফিস থেকে সংযোগ নিয়ে কয়েক বছর সেচপাম্প চালিয়ে আসছেন। সম্প্রতি পাম্প বডিংটি প্রায় ৭০০ ফিট দূরে স্থানান্তর করা হয়েছে। পুরো কাজ পল্লীবিদ্যুৎ অফিসের কথিত লাইনম্যানের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে করার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ বিভাগের কর্তারা বলছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। শুধু তৈলক্ষ্যই নন, ওই এলাকায় আরও ৫-৭ জন সেচপাম্প মালিক ১৩০ ফিটের মধ্যে বডিং দেখিয়ে বিদ্যুৎ সংযোগ নিলেও কিছুদিন পর কতিপয় দালাল চক্রের মাধ্যমে পল্লীবিদ্যুৎ অফিসকে ম্যানেজ করে বডিং সরিয়ে নিয়েছেন। ভাদাই ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য বিনয় কুমার বলেন, যেভাবে সেচ সংযোগের তার ঝুলে আছে এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আদিতমারী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এএসএম রকিবুল হাসান বলেন, অফিসকে না জানিয়ে সেচপাম্প বডিং স্থান্তান্তর গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।