শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় কৃষিজমির মাটি কেটে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কৃষিজমির মাটি কেটে বিক্রি

শিবগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। দুই মাস ধরে এসব এলাকায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা। জানা যায়, এক ড্রামট্রাক মাটি ইটভাটায় বিক্রি হয় ১৫০০ টাকায়। এ হিসেবে ১০০ গাড়ি মাটির দাম প্রায় দেড় লাখ টাকা। এ উপজেলার ২০ থেকে ৩০টি মাটি কাটার পয়েন্ট রয়েছে। প্রতি রাতে একটি পয়েন্ট থেকে ১৫০ থেকে ২০০ গাড়ি মাটি কাটা হয়। এ রকম ২০টি মাটি কাটার পয়েন্টে প্রতি রাতে ১০০ গাড়ি হিসেবে ৩০ লাখ টাকার মাটি বিক্রি হয়। এতে এক মাসে বিক্রি হয় প্রায় কোটি টাকার মাটি। এ মাটি বিক্রির টাকা যাচ্ছে বিভিন্ন প্রভাবশালীর পকেটে। সবাইকে ম্যানেজ করেই চালানো হচ্ছে মাটি কাটার ব্যবসা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক। নষ্ট হচ্ছে আবাদি জমি। স্থানয়ীরা জানান, মাটি কাটা নিয়ে প্রশাসনে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলার দেউলী, মোকামতলা, সৈয়দপুর, মাঝিহট্ট, গুজিয়া, কিচকসহ আশপাশ এলাকায় আবাদি জমির উপরিভাগের মাটি কেটে দেদার বিক্রি করছে একটি মহল। এ উপজেলায় সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ইটভাটার মৌসুম এলেই কিছু লোক কৃষককে টাকার লোভ দেখিয়ে ফসলের উর্বর অংশ কেটে বিক্রি করে। অনেকে গভীর করে মাটি তুলে পুকুর খনন করছে। শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছনিমুজ্জামান রুমেল বলেন, শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

কেউ রাষ্ট্রের স্বার্থে মামলা করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

 

সর্বশেষ খবর