রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মহাসড়কে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মহাসড়কে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড় -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর রয়েছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের খুঁটি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়ে ব্যস্ততম সড়কে এ খুঁটির কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড়টি অত্যন্ত ব্যস্ততম। এ মোড়ে এসে মিলেছে কয়েকটি উপজেলার আঞ্চলিক সড়ক। এমনিতেই এখানে প্রতিদিন লেগে থাকে ছোটখাটো যানজট। যানজট নিরসনে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সড়কটি দুই ভাগে পৃথক করা হলেও এখনো সরানো হয়নি বিদ্যুতের খুঁটিগুলো। বিদ্যুতের খুঁটি মহাসড়কে থাকায় হাজার হাজার যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এ সড়কে দুটি গাড়ি সাইড নিতে গেলেই বিদ্যুতের খুঁটিতে লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আর লেগে গেলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরেজমিন দেখা যায়, মহাসড়কের গৌরীপুর মোড় থেকে আমিরাবাদ পর্যন্ত ১৬টি খুঁটি পিচঢালাই সড়কের ভিতরেই পড়েছে। এ বিষয়ে সড়ক বিভাগের গৌরীপুর এলাকার উপ-বিভাগীয় কর্মকর্তা জানান, খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কাজটি প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছেন, খুঁটিগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে সড়ক বিভাগের চিঠি পেয়েছি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর