গাজীপুরের টঙ্গীতে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট অফিস কক্ষে দুই যুবককে আটকে রেখে মারধর ও নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আজিজুল হাকিম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন। অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- তাহের, সাগর মিয়া, নাঈম, হাসনাইন ও রাকিব। টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুল ইসলাম। গ্রেফতারদের গতকাল গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ঘটনার হোতা সামি সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে।