মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষিজমির ওপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। আইন অমান্য করে প্রতিদিনই উপজেলার আশিদ্রোন, সিন্দুরখান, মির্জাপুর, ভুনবীর, কালাপুর ও সদর ইউনিয়নে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছেন কিছু ব্যবসায়ী। এসব মাটি দিয়ে ভরাট হচ্ছে বাসাবাড়ির ভিটা। আর ওপরিভাগের মাটি কেটে ফেলায় উর্বরতা হারাচ্ছে জমি। কমছে সফল উৎপাদন ক্ষমতা। জানা যায়, প্রতিবছর শুকনো মৌসুমে কিছু অসাধু ব্যক্তি জমির মালিকদের নগদ টাকার লোভ দেখিয়ে মাটি কেটে নেন। সরেজমিন উপজেলার উত্তরসুর, দক্ষিণ উত্তরসুর, লামুয়া, কড়ইতলা, খলিলপুর, টিককিয়া ও আশিদ্রোন গ্রামে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ ফসলের জমি খালি পড়ে আছে। প্রকাশ্য দিবালোকে জমি থেকে মাটি কেটে তোলা হচ্ছে ডায়না গাড়িতে। একে একে মাটিভর্তি গাড়ি চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়। মাটিবোঝাই গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। কোনো জমির ওপরিভাগের ছয় ইঞ্চি, কোনোটিতে আট আবার কোনো জমি থেকে ১০ ইঞ্চি গভীর করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে পাশের উঁচু জমির আইল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া নিচু জমিতে পানি নেমে শুকিয়ে যাবে উঁচু জমি। জানা যায়, সড়কের পাশের ১ কেয়ার জমির মাটি ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। একটু নিচু এলাকার মাটি ৫-৬ হাজার টাকা কেয়ার। আবার কোথাও ১০০-২০০ টাকা গাড়ি হিসাবে মাটি বিক্রি হচ্ছে। লামুয়া গ্রামের শাহ্ নেওয়াজ বলেন, জমিতে ধান ভাল হয় না। তাই মাটি বিক্রি করেছি। আধ কেয়ায় জমির মাটি বিক্রি করে ৫-৬ হাজার টাকা পাব। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা বলেন, জমির উৎপাদন শক্তি জমা থাকে মাটির ৬ থেকে ১৮ ইঞ্চি গভীরতায়। এটাই টপ সয়েল। এলাকাভেদে জৈবিক প্রক্রিয়ায় টপ সয়েল তৈরিতে ১০০ থেকে ৫০০ বছর সময় লাগে। মাটির এই অংশেই ফসল বেড়ে ওঠার গুণাগুণ সুরক্ষিত থাকে। টপ সয়েল থেকেই বীজ প্রয়োজনীয় জীবনীশক্তি গ্রহণ করে। এ অংশ একবার কেটে নিলে জমিতে মৃত্তিকা প্রাণ থাকে না। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘মাটি কেটে ফেলায় জমির জৈব উপাদান চলে যাচ্ছে। এতে স্থায়ীভাবে ক্ষতি হচ্ছে জমি। উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট চালানো হচ্ছে। এই অভিযান আরও জোরদার করলে জমি রক্ষা পাবে।’ শ্রীমঙ্গলের ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘আমাদের অভিযান আরও জোরদার করা হবে। এ ছাড়া যার জমি থেকে মাটি কাটা হবে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
কৃষিজমির মাটি বিক্রির হিড়িক
হারাচ্ছে উর্বরতা, কমছে ফসল উৎপাদন
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর