মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষিজমির ওপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। আইন অমান্য করে প্রতিদিনই উপজেলার আশিদ্রোন, সিন্দুরখান, মির্জাপুর, ভুনবীর, কালাপুর ও সদর ইউনিয়নে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছেন কিছু ব্যবসায়ী। এসব মাটি দিয়ে ভরাট হচ্ছে বাসাবাড়ির ভিটা। আর ওপরিভাগের মাটি কেটে ফেলায় উর্বরতা হারাচ্ছে জমি। কমছে সফল উৎপাদন ক্ষমতা। জানা যায়, প্রতিবছর শুকনো মৌসুমে কিছু অসাধু ব্যক্তি জমির মালিকদের নগদ টাকার লোভ দেখিয়ে মাটি কেটে নেন। সরেজমিন উপজেলার উত্তরসুর, দক্ষিণ উত্তরসুর, লামুয়া, কড়ইতলা, খলিলপুর, টিককিয়া ও আশিদ্রোন গ্রামে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ ফসলের জমি খালি পড়ে আছে। প্রকাশ্য দিবালোকে জমি থেকে মাটি কেটে তোলা হচ্ছে ডায়না গাড়িতে। একে একে মাটিভর্তি গাড়ি চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়। মাটিবোঝাই গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। কোনো জমির ওপরিভাগের ছয় ইঞ্চি, কোনোটিতে আট আবার কোনো জমি থেকে ১০ ইঞ্চি গভীর করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে পাশের উঁচু জমির আইল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া নিচু জমিতে পানি নেমে শুকিয়ে যাবে উঁচু জমি। জানা যায়, সড়কের পাশের ১ কেয়ার জমির মাটি ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। একটু নিচু এলাকার মাটি ৫-৬ হাজার টাকা কেয়ার। আবার কোথাও ১০০-২০০ টাকা গাড়ি হিসাবে মাটি বিক্রি হচ্ছে। লামুয়া গ্রামের শাহ্ নেওয়াজ বলেন, জমিতে ধান ভাল হয় না। তাই মাটি বিক্রি করেছি। আধ কেয়ায় জমির মাটি বিক্রি করে ৫-৬ হাজার টাকা পাব। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা বলেন, জমির উৎপাদন শক্তি জমা থাকে মাটির ৬ থেকে ১৮ ইঞ্চি গভীরতায়। এটাই টপ সয়েল। এলাকাভেদে জৈবিক প্রক্রিয়ায় টপ সয়েল তৈরিতে ১০০ থেকে ৫০০ বছর সময় লাগে। মাটির এই অংশেই ফসল বেড়ে ওঠার গুণাগুণ সুরক্ষিত থাকে। টপ সয়েল থেকেই বীজ প্রয়োজনীয় জীবনীশক্তি গ্রহণ করে। এ অংশ একবার কেটে নিলে জমিতে মৃত্তিকা প্রাণ থাকে না। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘মাটি কেটে ফেলায় জমির জৈব উপাদান চলে যাচ্ছে। এতে স্থায়ীভাবে ক্ষতি হচ্ছে জমি। উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট চালানো হচ্ছে। এই অভিযান আরও জোরদার করলে জমি রক্ষা পাবে।’ শ্রীমঙ্গলের ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘আমাদের অভিযান আরও জোরদার করা হবে। এ ছাড়া যার জমি থেকে মাটি কাটা হবে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
কৃষিজমির মাটি বিক্রির হিড়িক
হারাচ্ছে উর্বরতা, কমছে ফসল উৎপাদন
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর