বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। তাদের কাছ থেকে আট বোতল রিপকট বিষ ও বিষ দিয়ে শিকার করা ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে ধানসাগর স্টেশনের বনরক্ষীরা তাদের আটক করেন। এ সময় শাহিন নামে একজন বনের ভিতর পালিয়ে যান।
আটক জেলেরা হলেন সজিব হাওলাদার ও লুৎফর তালুকদার। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শহিদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। জব্দ মাছ কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।