একসময় ভৈরবের তীব্র গর্জন শুনতে পেত মানুষ। বড় বড় জাহাজ ভিড়তো এ ভৈরবে। কালের পরিক্রমায় ভৈরব যৌবন হারায়। পুনরায় নদীর যৌবন ফেরাতে পাঁচ বছর আগে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে খনন করা হয়। সঠিক রক্ষাণাবেক্ষণের অভাবে শত কোটি টাকার কাজের লক্ষ্য এখন ভেস্তে যেতে বসেছে। সঠিকভাবে নদীশাসন ব্যবস্থা গড়ে না ওঠায় নদীর দুই পাড়ে দেখা দিয়েছে ভাঙন। পৌরসভার সুয়ারেসের বর্জ্য এসে পড়ে নদীর তলদেশ উঁচু হচ্ছে। নদীর বুকজুড়ে এখন কচুরিপানা দখল করেছে। এতে মরে যেতে বসেছে ভৈরব। এক সময়ের স্রোতস্বিনী ভৈরবের ভবিষ্যৎ নিয়ে আবার চিন্তিত পরিবেশবিদ ও নদীপাড়ের মানুষ। ভৈরবের বুকে কচুরিপানার আস্তরণ পড়ে যাওয়ায় নদীটি তার জৌলুস হারিয়েছে। কচুরিপানা শুকিয়ে নদীর পানি রং কালো আকার ধারণ করেছে। নোংরা আবর্জনার স্তূপ ভৈরবে। অনেক স্থানে নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ নদীটি খননের পর নদীর বুকভরা পানি ছিল। পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় স্বচ্ছ টলটলে পানি আর নদী তীরের ফুরফুরে হাওয়ায় আনন্দ নিতে প্রতিদিন প্রকৃতিপ্রেমী তরুণ-তরুণী ভিড় করতেন নদী তীরে। নদীর তীরবর্তী যাদবপুর গ্রাম বসবাসরত সিদ্দিীকুর রহমান জানান- কচুরিপানা আর ময়লার কারণে গুমট পরিবেশ তৈরি হয়ে নদী মরে যেতে বসেছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দাবি ভৈরব নদীর পানি প্রবাহ ও নদী সঠিকভাবে রক্ষা করা গেলে নদীর দুই তীরের প্রায় ২১ হাজার হেক্টর জমি সেচ সুবিধা ফিরে পাবে। মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খান জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর চেষ্টায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ভৈরব খনন হয়। নদী তীরে চলাচলের পথসহ তীরের সৌন্দর্যবর্ধন করা হয়। কিন্তু কচুরিপানা নদীর সৌন্দর্যকে ধ্বংস করে দিয়েছে। তিনি জানান, দ্রুতই নদীর বুক থেকে কচুরিপানা অপসারণ করে ভৈরবের সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবি) নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুজ্জামান জানান, ভৈরব নদের ২৯ কিমি. খনন কাজ শেষ হয়েছে। বাকি ৩০ কিমি. নদের খননের কাজ চলছে। নদে প্রবাহ না থাকায় কচুরিপানায় ভরে গেছে ভৈরব। কচুরিপানা অপসারণের জন্য মেশিন কেনা বাবদ অর্থ চাওয়া হয়েছে। মেশিন পেলে কচুরিপানা অপসারণ করে নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার