একসময় ভৈরবের তীব্র গর্জন শুনতে পেত মানুষ। বড় বড় জাহাজ ভিড়তো এ ভৈরবে। কালের পরিক্রমায় ভৈরব যৌবন হারায়। পুনরায় নদীর যৌবন ফেরাতে পাঁচ বছর আগে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে খনন করা হয়। সঠিক রক্ষাণাবেক্ষণের অভাবে শত কোটি টাকার কাজের লক্ষ্য এখন ভেস্তে যেতে বসেছে। সঠিকভাবে নদীশাসন ব্যবস্থা গড়ে না ওঠায় নদীর দুই পাড়ে দেখা দিয়েছে ভাঙন। পৌরসভার সুয়ারেসের বর্জ্য এসে পড়ে নদীর তলদেশ উঁচু হচ্ছে। নদীর বুকজুড়ে এখন কচুরিপানা দখল করেছে। এতে মরে যেতে বসেছে ভৈরব। এক সময়ের স্রোতস্বিনী ভৈরবের ভবিষ্যৎ নিয়ে আবার চিন্তিত পরিবেশবিদ ও নদীপাড়ের মানুষ। ভৈরবের বুকে কচুরিপানার আস্তরণ পড়ে যাওয়ায় নদীটি তার জৌলুস হারিয়েছে। কচুরিপানা শুকিয়ে নদীর পানি রং কালো আকার ধারণ করেছে। নোংরা আবর্জনার স্তূপ ভৈরবে। অনেক স্থানে নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ নদীটি খননের পর নদীর বুকভরা পানি ছিল। পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় স্বচ্ছ টলটলে পানি আর নদী তীরের ফুরফুরে হাওয়ায় আনন্দ নিতে প্রতিদিন প্রকৃতিপ্রেমী তরুণ-তরুণী ভিড় করতেন নদী তীরে। নদীর তীরবর্তী যাদবপুর গ্রাম বসবাসরত সিদ্দিীকুর রহমান জানান- কচুরিপানা আর ময়লার কারণে গুমট পরিবেশ তৈরি হয়ে নদী মরে যেতে বসেছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দাবি ভৈরব নদীর পানি প্রবাহ ও নদী সঠিকভাবে রক্ষা করা গেলে নদীর দুই তীরের প্রায় ২১ হাজার হেক্টর জমি সেচ সুবিধা ফিরে পাবে। মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খান জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর চেষ্টায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ভৈরব খনন হয়। নদী তীরে চলাচলের পথসহ তীরের সৌন্দর্যবর্ধন করা হয়। কিন্তু কচুরিপানা নদীর সৌন্দর্যকে ধ্বংস করে দিয়েছে। তিনি জানান, দ্রুতই নদীর বুক থেকে কচুরিপানা অপসারণ করে ভৈরবের সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। মেহেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবি) নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুজ্জামান জানান, ভৈরব নদের ২৯ কিমি. খনন কাজ শেষ হয়েছে। বাকি ৩০ কিমি. নদের খননের কাজ চলছে। নদে প্রবাহ না থাকায় কচুরিপানায় ভরে গেছে ভৈরব। কচুরিপানা অপসারণের জন্য মেশিন কেনা বাবদ অর্থ চাওয়া হয়েছে। মেশিন পেলে কচুরিপানা অপসারণ করে নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল