শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পৌরসভার উন্নয়নে ৭৬৫ কোটি টাকার মেগা প্রকল্প

সৈয়দপুর প্রতিনিধি

পৌরসভার উন্নয়নে ৭৬৫ কোটি টাকার মেগা প্রকল্প

সৈয়দপুর পৌরসভা প্রথম শ্রেণির হলেও নাগরিক সেবা মিলছিল দ্বিতীয় শ্রেণির। নাগরিকদের সেই দাবি পূরণে বর্তমান পৌর পরিষদ ৭৬৫ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছে। সম্প্রতি সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, পৌরবাসীর সেবা বাড়াতে বর্তমান মেয়র রাফিকা আকতার জাহানের নেতৃত্বে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হলো বাজার ও মহল্লা মিলে ১৮২ কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণ, সুপার মার্কেট, বাসটার্মিনাল ও অত্যাধুনিক ড্রেন নির্মাণের কাজ। বিশ্বব্যাংকের ইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এসব কাজ করা হবে। এ জন্য ব্যয় হবে ৭৬৫ কোটি টাকা। দ্রুত প্রকল্পের কাজ শুরু করার জন্য বিশ্বব্যাংকের টিম লিডার মিস্টার কোবেনা আমান কার্ড আইয়ে গত মঙ্গলবার দিনব্যাপী প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি প্রকল্পগুলো গ্রহণে সন্তোষ প্রকাশ করে দ্রুত টাকা ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রকল্প এলাকা পরিদর্শনের সময় বিশ্বব্যাংকের প্রতিনিধির সঙ্গে ছিলেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান, প্রকল্প পরিচালক মঞ্জুর আলী, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবদুস সেলিম জুয়েল, প্যানেল মেয়র-১ শাহীন হোসেন  প্রমুখ। সূত্র মতে, পুরো প্রকল্প বাস্তবায়িত হলে পৌরসভার দৃশ্যপট বদলে যাবে। নাগরিকরা পাবেন প্রথম শ্রেণির পৌরসভার সুবিধা।

বিশেষ করে শহরতলির কাঁচা রাস্তাগুলোও পাকাকরণ করা হবে। এতে করে পৌর এলাকায় মানুষকে আর কাদামাটি মাড়িয়ে চলতে হবে না। বিশেষ করে বর্ষাকালে সড়কের জলজট দ্রুত নিষ্কাশনের জন্য নির্মাণ করা হবে আধুনিক মানের ড্রেন। নির্মিত হবে স্থায়ী ময়লার ভাগাড়। যা দ্রুত আলোর মুখ দেখবে। কথা হয় সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেন ফেকুর সঙ্গে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করছি। কিন্তু সুযোগ-সুবিধা মিলছে দ্বিতীয় শ্রেণির এ অবস্থা থেকে নাগরিক সুবিধা বাড়াতে পৌর পরিষদের নেওয়া প্রকল্প বাস্তবায়ন হলে আমরা উপকৃত হব। জানতে চাইলে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় জনগণের জন্য কাজ করছি। পৌরবাসীকে উন্নত নাগরিক সেবা বৃদ্ধির জন্য মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর