মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় এক বছরে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। এ জেলা থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে প্রবাসীরা এ রেমিট্যান্স পাঠিয়েছেন পরিবারের কাছে। সরকারিভাবে বলা হচ্ছে, বগুড়ার ১৫ হাজার প্রবাসী এ পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। জানা যায়, বগুড়ায় ২০২১-২২ অর্থবছরে ১৮৬ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যার দেশি মুদ্রার পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি। ২০২২ সালে সারা দেশে বৈধভাবে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে পাড়ি জমান। এর মধ্যে শুধু বগুড়ার রয়েছেন ১৫ হাজার ২৬১ জন। বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্সের দিক থেকে সারা দেশের মধ্যে বগুড়া ২৭তম স্থান অর্জন করেছে। আর অভিবাসীর দিক থেকে ২৪তম হয়েছে। বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায় জানান, দারিদ্র্য বিমোচন, দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণ, আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন, দ্রুত শিল্পায়নের সহায়ক দক্ষ জনশক্তি সৃষ্টি ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি বৃদ্ধির লক্ষ্যে সরকার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর