পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নিকিম কোম্পানির পরিচালকের গাড়িচালক সম্রাট (৩০) হত্যাকান্ডের মূলহোতা আবদুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বাংলা মোটর এলাকা থেকে তাকে আটক করেছে। আটক আবদুল মোমিন (৩২) পাবনার বাশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খাঁর ছেলে। র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিন রাতে বাড়ি ফিরলেও চালক সম্রাট ২৩ মার্চ ডিইটি শেষে নিজ বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। ২৪ মার্চ নিকিম কোম্পানির অন্য চালকদের কাছে সম্রাটের বাবা জানতে পারেন সম্রাট রাত ৮টায় ডিউটি শেষে একটি জিপ গাড়ি নিয়ে অফিস থেকে বের হয়ে গেছেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারে সম্রাট ওই গাড়িটি নিয়ে বাশেরবাদা মধ্যপাড়ায় তার পূর্বপরিচিত বন্ধু আবদুল মমিনের বাসায় গিয়েছিলেন। সেই সূত্র ধরে সম্রাটের পরিবার মমিনের বাসায় গিয়ে মমিনকে না পেয়ে তার স্ত্রী সীমার কাছে সম্রাটের বিষয়ে জানতে চান। তখন সীমা উত্তেজিত হয়ে তাদের কিছু না বলে বাড়ি থেকে বের করে দেন। একপর্যায়ে ২৫ মার্চ সকালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চরসাদিপুর ইউপির আড়িয়াবান্দা গ্রামের সিলাইদহ ঘাট এলাকা থেকে পুলিশ জিপগাড়িসহ চালক সম্রাটের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সম্রাটের বাবা বাদী হয়ে পাবনার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলার পর আবদুল মমিন আত্মগোপনে চলে যান। মামলাটি র্যাব-১২ গুরুত্বসহকারে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মমিনকে আটক করে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হয়েছে পরকীয়া প্রেমের কারণে হত্যাকা টি ঘটনো হয়েছে। আটক মমিনকে আদালতে মাধ্যমে জেলহাজতের পাঠানো হয়েছে।
শিরোনাম
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের গাড়িচালক হত্যাকান্ডের মূলহোতা আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর