পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নিকিম কোম্পানির পরিচালকের গাড়িচালক সম্রাট (৩০) হত্যাকান্ডের মূলহোতা আবদুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বাংলা মোটর এলাকা থেকে তাকে আটক করেছে। আটক আবদুল মোমিন (৩২) পাবনার বাশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খাঁর ছেলে। র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিন রাতে বাড়ি ফিরলেও চালক সম্রাট ২৩ মার্চ ডিইটি শেষে নিজ বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। ২৪ মার্চ নিকিম কোম্পানির অন্য চালকদের কাছে সম্রাটের বাবা জানতে পারেন সম্রাট রাত ৮টায় ডিউটি শেষে একটি জিপ গাড়ি নিয়ে অফিস থেকে বের হয়ে গেছেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারে সম্রাট ওই গাড়িটি নিয়ে বাশেরবাদা মধ্যপাড়ায় তার পূর্বপরিচিত বন্ধু আবদুল মমিনের বাসায় গিয়েছিলেন। সেই সূত্র ধরে সম্রাটের পরিবার মমিনের বাসায় গিয়ে মমিনকে না পেয়ে তার স্ত্রী সীমার কাছে সম্রাটের বিষয়ে জানতে চান। তখন সীমা উত্তেজিত হয়ে তাদের কিছু না বলে বাড়ি থেকে বের করে দেন। একপর্যায়ে ২৫ মার্চ সকালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চরসাদিপুর ইউপির আড়িয়াবান্দা গ্রামের সিলাইদহ ঘাট এলাকা থেকে পুলিশ জিপগাড়িসহ চালক সম্রাটের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সম্রাটের বাবা বাদী হয়ে পাবনার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলার পর আবদুল মমিন আত্মগোপনে চলে যান। মামলাটি র্যাব-১২ গুরুত্বসহকারে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মমিনকে আটক করে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হয়েছে পরকীয়া প্রেমের কারণে হত্যাকা টি ঘটনো হয়েছে। আটক মমিনকে আদালতে মাধ্যমে জেলহাজতের পাঠানো হয়েছে।
শিরোনাম
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি