পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নিকিম কোম্পানির পরিচালকের গাড়িচালক সম্রাট (৩০) হত্যাকান্ডের মূলহোতা আবদুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বাংলা মোটর এলাকা থেকে তাকে আটক করেছে। আটক আবদুল মোমিন (৩২) পাবনার বাশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খাঁর ছেলে। র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিন রাতে বাড়ি ফিরলেও চালক সম্রাট ২৩ মার্চ ডিইটি শেষে নিজ বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। ২৪ মার্চ নিকিম কোম্পানির অন্য চালকদের কাছে সম্রাটের বাবা জানতে পারেন সম্রাট রাত ৮টায় ডিউটি শেষে একটি জিপ গাড়ি নিয়ে অফিস থেকে বের হয়ে গেছেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারে সম্রাট ওই গাড়িটি নিয়ে বাশেরবাদা মধ্যপাড়ায় তার পূর্বপরিচিত বন্ধু আবদুল মমিনের বাসায় গিয়েছিলেন। সেই সূত্র ধরে সম্রাটের পরিবার মমিনের বাসায় গিয়ে মমিনকে না পেয়ে তার স্ত্রী সীমার কাছে সম্রাটের বিষয়ে জানতে চান। তখন সীমা উত্তেজিত হয়ে তাদের কিছু না বলে বাড়ি থেকে বের করে দেন। একপর্যায়ে ২৫ মার্চ সকালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চরসাদিপুর ইউপির আড়িয়াবান্দা গ্রামের সিলাইদহ ঘাট এলাকা থেকে পুলিশ জিপগাড়িসহ চালক সম্রাটের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সম্রাটের বাবা বাদী হয়ে পাবনার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলার পর আবদুল মমিন আত্মগোপনে চলে যান। মামলাটি র্যাব-১২ গুরুত্বসহকারে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মমিনকে আটক করে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হয়েছে পরকীয়া প্রেমের কারণে হত্যাকা টি ঘটনো হয়েছে। আটক মমিনকে আদালতে মাধ্যমে জেলহাজতের পাঠানো হয়েছে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল