চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়ি ভাঙচুরের ঘটনার ঘটে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর এলাকার ডিজিটাল মোড়ের অদূরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা শহরের মোহাম্মদ দিপু (২১) ও পলাশপাড়ার সাবিব জামান (১৮)। এদের মধ্যে সাবিবের অবস্থা আশঙ্কাজনক।