সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। গতকাল থেকে শুরু হওয়া এ মধু আহরণ মৌসুম চলবে ৩০ জুন পর্যন্ত। মৌসুমের শুরুতে প্রথম দুই দিনে (২ এপ্রিল) বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ থেকে পাস-পারমিট নিয়ে ৫২টি নৌকায় করে দল বেঁধে ৪০০ জন মধু আহরণকারী মৌয়াল ম্যানগ্রোভ এই বনে প্রবেশ করেছেন। অন্য মৌয়ালরা এখন সুন্দরবনে যেতে নৌকা মেরামত ও প্রয়োজনীয় উপকরণ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। চলতি আহরণ মৌসুমে মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে সুন্দরবন বিভাগ। সুন্দরবন বিভাগ ও মৌয়ালরা বলছে, এপ্রিলের শুরুতেই সুন্দরবনে গড়াইন ও খলিশা গাছের ফুলের মধু সংগ্রহের উপযুক্ত সময়। গড়াইন ও খলিশা ফুলের মধু ছাড়াও জুন পর্যন্ত ৩ মাস ধরে বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সুন্দরবনের বিভিন্ন গাছের ফুলের মধু মৌচাক থেকে পর্যায়ক্রমে সংগ্রহ করবেন মৌয়ালরা। এ সময়ে মহাজনদের কাছ থেকে আগাম টাকা (দাদন) নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যান মৌয়ালরা। এক-একটি নৌকার মৌয়ালরা বন বিভাগ থেকে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে ৪৫ দিনের পাস পারমিট নিয়ে সুন্দরবনে অবস্থান করবেন। এ সময়ে গাছে ঝুলে থাকা মৌচাক থেকে মৌয়ালরা সংগ্রহ করবেন কাক্সিক্ষত মধু। মৌয়ালরা জানান, তারা বড় এক-একটি মৌচাক থেকে ১৫-২০ কেজির অধিক মধু পেয়ে থাকেন। শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জান জানান, চলতি মৌসুমে শরণখোলা রেঞ্জ থেকে তিন মাসে মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০০ কুইন্টাল ও মোম ১৫০ কুইন্টাল। সেই লক্ষ্যমাত্রা অর্জনে গতকাল থেকে মধু আহরণের জন্য রেঞ্জের অফিসগুলো পাস-পারমিট দেওয়া শুরু হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত এ রেঞ্জ থেকে নির্ধারিত রাজস্ব দিয়ে পাস-পারমিট নিয়ে ৩১টি নৌকায় করে ২৪৭ জন মৌয়াল সুন্দরবনে গেছেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন পূর্ব বিভাগে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহম্মদ বেলায়েত হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
- ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া
- রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
- যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৩৮ ট্রিলিয়ন ডলার, নাগরিকপ্রতি দায় ১ লাখ ১১ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ
- ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
- ওপেনএআইয়ের ‘অ্যাটলাস’ বাজারে আসতেই গুগলের শেয়ারে বড় ধস
- নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মধু আহরণে দলবেঁধে সুন্দরবনে মৌয়ালরা
শেখ আহসানুল করি, বাগেরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর