বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বোমা হামলায় হত্যার বিচার দাবি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি উপজেলার সিডিখানে বোমা হামলায় মুদি দোকানি মনির চৌকিদার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। গতকাল সকালে সিডিখান থেকে বিক্ষোভ মিছিল বের করে কালকিনি থানা ও উপজেলা পরিষদ চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। এ সময় গ্রামবাসী আ. মন্নান সরদার, ওয়াজেদ সরদার, রাসেল সরদারসহ স্থানীয় গ্রামবাসী নানা অভিযোগ তুলে বক্তব্যে বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি রাতে সিডিখানে আ. হাই ব্যাপারীর ছেলে মিজান ব্যাপারীর ওপর বোমা হামলা চালানো হয়। কিন্তু মামলা দিতে গেলে মামলা না নিয়ে কালক্ষেপণ করে কালকিনি থানা।

পরে ছেলেটি পঙ্গু হয়ে গেলে পুলিশ ২২ দিন পর মামলা নেয়। তখন ব্যবস্থা নিলে আবার বোমা হামলা করার সাহস পেত না হামলাকারীরা। অপরাধ করার পর কোনোরকম আইনি বা পুলিশি সমস্যা না হলে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। আর তার প্রমাণ ফের সিডিখানে বোমা হামলায় মনির চৌকিদারকে হত্যা করা হয়েছে। এর আগে আলমগীর প্যাদাকেও বোমা মেরে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’ উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় হাট থেকে বাড়ি ফেরার পথে সিডিখান ৯ নম্বর ওয়ার্ডের আ. রশিদ চৌকিদারের ছেলে মুদি দোকানি মনির চৌকিদারকে বোমা হামলায় হত্যা করে প্রতিপক্ষ। এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে এবং সুমন সিকদার (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

 

সর্বশেষ খবর